আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কবিতার আসরে "বাংলা আমার ভাষা" নামে এক প্রতিযোগীতার আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষ্যে ফেব্রুয়ারীর ১ তারিখ হতে ২১ তারিখের মধ্যে আসরের কবিদের বাংলা-ভাষার উপর ছড়া-কবিতা লিখে কবিতার আসরে প্রকাশের আহ্বান জানাচ্ছি। বিস্তারিত নিয়মাবলী নিচে দেয়া হলো।


১) কবিতার বিষয়বস্তু বাংলা ভাষা কিংবা ৫২-র ভাষা আন্দোলন কেন্দ্রিক হতে হবে।
২) কবিতাটি ইতিপূর্বে অন্য কোন ওয়েবসাইটে প্রকাশিত হতে পারবে না। (তবে ফেব্রুয়ারীর পর অন্য কোন ওয়েবসাইটে প্রকাশ করলে সমস্যা নেই।)
৩) কবিতার নিচে "বাংলা আমার ভাষা" কথাটি উল্লেখ করতে হবে।
৪) একজন কবি তার একাধিক কবিতা এই প্রতিযোগীতায় অন্তর্ভুক্ত করতে পারবেন।


ফেব্রুয়ারীর ২১ তারিখের পর কবিতার আসরে প্রকাশিত সব ভাষা বিষয়ক কবিতা থেকে সেরা তিনটি কবিতা বাছাই করা হবে। বাছাইয়ের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা করা হবে তা হলোঃ


১) লেখার বিষয়বস্তু
২) বানানের শুদ্ধতা
৩) ভাষার কাঠামো ও উপস্থাপনা
৪) মন্তব্যের মাধ্যমে আসরের অন্যান্য কবিদের দেয়া রেটিং-এর গড়। (১ থেকে ১০ পর্যন্ত)


বাছাইকৃত সেরা তিনটি কবিতার লিঙ্ক পরবর্তী এক মাস বাংলা-কবিতা ওয়েবসাইটের প্রতিটি পাতায় সার্চবক্সের উপর দেখানো হবে।


আসরের অন্যান্য কবিদের প্রতি অনুরোধ রইলো প্রতিযোগীতায় অংশ নেয়া প্রতিটি কবিতায় গঠনমূলক আলোচনা করার, এবং কবিতায় মন্তব্যের মাধ্যমে ১ থেকে ১০ এর মধ্যে রেটিং দেয়ার।