নিয়মাবলীর আলাদা পাতা যোগ করা হলো।Rules Page Added
এই ওয়েবসাইটে কবিতা ও অন্যান্য লেখা প্রকাশের নিয়মাবলী নানা সময় নানা বিজ্ঞপ্তি ও আলোচনায় প্রকাশ করা হয়ে থাকলেও, নতুনদের জন্য তার সবগুলো খুঁজে বের করা বেশ কষ্টকর একটি বিষয়। নিয়মাবলী ঠিকমতো জানা না থাকায় নানা সময় অনেকেই অনাকাংক্ষিত ভুল করেছেন। তাই সব দিক বিবেচনা করে আমাদের সার্বিক নিয়মাবলীর একটি তালিকার পাতা যোগ করা হলো এই ওয়েবসাইটে। যেকোন পাতার একেবারে নিচে "নিয়মাবলী" নামে একটি লিঙ্ক দেখতে পাবেন। সেখানে ক্লিক করলেই নিয়মাবলীর তালিকা পাওয়া যাবে। ধন্যবাদ।
বিজ্ঞপ্তিটি ১৫৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৬/০১/২০১৬, ১৪:০৪ মি: