বেশ অনেকদিন ধরেই অনেকের কাছ থেকে অভিযোগ পেয়ে আসছিলাম যে বাংলা-কবিতার ওয়েবসাইট ব্যবহারে অনেক সময় আভ্যন্তরীণ গোলযোগের পাতা দেখায়। অভিযোগের ভিত্তিতে ঠিক কোথায় সমস্যা তা খুঁজে পাওয়া সম্ভব হচ্ছিলো না। মাঝখানে হ্যাকারদের আক্রমণের জন্যেও অনেকদিন আমাদের ওয়েবসাইট ব্যবহারে সমস্যা হচ্ছিলো। সম্প্রতি আমরা ওয়েবসাইটে যেকোনো সমস্যা হলেই তা স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করে রাখার ব্যবস্থা যোগ করেছি। সেসব রেকর্ডের ভিত্তিতে গত কিছুদিনের আপ্রাণ চেষ্টায় ওয়েবসাইটের কোডিং-এ যেসব সমস্যা পাওয়া গেছে তার সমাধান করা হয়েছে। আমাদের রেকর্ড বলছে গত দু'দিন যাবত এই ওয়েবসাইট ব্যবহারে কোন আভ্যন্তরীণ গোলযোগই দেখা দেয়নি। তবে ওয়েবসাইটের কোডিং-এ নানারকম পরিবর্তনের জন্য অন্য কোন সমস্যা তৈরি হয়ে থাকতে পারে যা হয়তো আমাদের নজরে পড়ছে না। তাই ওয়েবসাইট ব্যবহারে যেকোনো সমস্যা দেখলেই দয়া করে আমাদের জানাবেন এখানে মন্তব্যের মাধ্যমে। আমরা সেসবের সমাধানে যথাসাধ্য চেষ্টা করবো। এছাড়াও পেজ লোড হতে আগের চেয়ে কম বা বেশি সময় লাগছে কিনা তা জানাবেন। ধন্যবাদ।