আমার অবচেতন মনের সবগুলো দৃষ্টি খুবই জঘন্য,
অরুণিমা, তুমি কি তোমার নয়ন আমায় দিবে?
দিবে কি একগুচ্ছ ঠোটের আবেশ
সে মোহে আমি বিষাক্ত ভালোবাসায় মরে যাবো,
বেচে উঠবো তোমার দেহ জুড়ে,
তোমার ঘ্রাণেন্দ্রিয় আমার দেহের মোহ পাবে!
আমি আবার মরে যাবো,
বেচে উঠবো আবার তোমার দু'নয়নের সিক্ততায়,
ভাসিয়ে দাও তোমার এ আবেশ,
তোমাকে মুক্তি দেবো।


তুমি বিশ্বাস করো, তোমার রক্তের ধারায় আমি মিশে যাবো,
তুমি বিশ্বাস করো, তোমার শিরায় শিরায় আমি গল্প ভাসাবো,
তুমি বিশ্বাস করো, তোমার হৃদপিণ্ডে আমি অগ্নুৎপাত ঘটাবো,
তুমি বিশ্বাস করো আর নাই বা করো
আজ তোমার মৃত্যুর রাতে আমি তোমায় ভালোবাসবো।