ইশ্বর, তুমি কভু রমনীর ঘন কালো চুল দেখেছো?
তার অন্ধকারময়ী মায়া,
যেন আলোক হীন এক সূক্ষ্ম সূর্য!
ইশ্বর, তুমি কভু রমনীর চোখ দেখেছো?
তার ধাঁরালো দু'টি চোখ,
সেখানে রক্তাক্ত হয় আমার চোখ প্রতিনিয়ত!
ইশ্বর, তুমি কভু রমনীর ঠোঁটে  দেখেছো?
তার রক্তাক্ত দু'টি ঠোঁট ,
যেন সূর্যোদয় হয় রাতের শেষে!
ইশ্বর, তুমি কভু রমনীর নাক দেখেছো?
যেন উঁচুতম পর্বত,
সেখানে উষ্ণতা বেড়েই চলছে!
হে ইশ্বর, তুমি কি কভু প্রেমে পড়েছো?
হয়ত, কিংবা না!
প্রেম খোঁজার চেষ্টা করেছো?
হয়ত, কিংবা কখনোই না!


আমি প্রেমে পড়িনি ইশ্বর,
আমি তার শিকলে আবদ্ধ!
আমি তার খাঁচয় ইচ্ছাবন্ধি হয়ে আছি!
আমি তার অষ্টেপৃষ্ঠে লেগেই থাকবো!
হে ইশ্বর,
এটা কি প্রেম-ভালোবাসা?
না! এটা প্রেম নয়?
এটা ভালোবাসা নয় কি?


আমি মানুষকে তার প্রেমে পড়তে দেখেছি
কই! সে তো প্রিয়তমার চোখেই তাকায় না?
আমি প্রিয়তমার ঠোটে লেগে থাকি!
কই! সে তো তার ঠোঁটেও নেশা পায়না!
আমি প্রিয়তমার বুকের বা'পাশটায় হারাই!
কই!  সে তো তার স্পর্শেও হারায় না!


সে চায় প্রিয়তমার নগ্ন দেহ
সে চায় প্রিয়তমার নগ্ন দেহের অস্তিত্ব!
তবে কি, নগ্ন'তাই ভালোবাসা?
তবে কি আমি ভালোবাসিনি তাকে?
আমি দেখিনি তার চোখে রোদ্দুর?
আমি চাইনি সে আমার হোক?
আমি চাইনি তাকে?
তার ঘন কালো চুল, তার ঝাঁঝালো চোখ
তার উঁচু নাক, তার রক্তাক্ত ঠোট!


হে ইশ্বর, আমি কি প্রেমে পড়িনি?
প্রেম মানেই কি শুধু নগ্নতা?
প্রেম মানেই কি পোড়া দেহ?
প্রেম মানেই কি কামবাসনা?


এটা যদি প্রেম হয় তবে ;
আমি হবো প্রেম বিচ্ছেদকামী!


আমি প্রিয়তমার নগ্ন দেহ পেয়েছি!
কিন্তু তা দিয়ে কি হবে?
অস্তিত্বহীন নগ্ন দেহ আমি চাইনা!
তুমিহীন তোমার দেহ দিয়ে কি হবে?


আমি চাই অন্ধকারে ঘেরা তার চুল
ধারালো চোখ দুটো!
রক্তাক্ত অস্পষ্ট ঠোট
বিষ মাখানো অমৃত চুমু


প্রিয়তমা, আমি তোমার বিষাক্ত চুমু চাই
আমি তোমার চুমুতে অমৃত্যু চাই
যে বিষ আমায় মরতে দিবেনা হে প্রিয়তমা!


আমি অমৃত্যু চাই,
আমি প্রিয়তমার চোখে তাকিয়ে
কাটাতে চাই সহস্র বছর!


এপিটাফে লিখে দেবো,
নগ্ন ভালোবাসা চাইনা!
শুধু চাই অমৃত্যু প্রেম,অমৃত চুমু।