কখনো সখনো আমি বদলে যাই
হিংসুক হয়ে যাই
নিন্দুক হয়ে যাই
তোমার গায়ে ফুল তখন
আমার গায়ে সে কাঁটা হয়ে যায়
তুমি ফুলের সুবাস নিলে
আমি পাই শুধু কীট সে ফুলে
মাঝে মাঝে এ বড় আনন্দদায়ক মনে হয়
তুমি রবীন্দ্র হলে আমি নজরুলকে
অথবা দিলওয়ার হলে আমি স্টালিন হয়ে যাই
তুমি বৃষ্টির ছোঁয়া নাও
আর আমি সে গরল লাভায় দগ্ধ হই
স্তব্ধ হই
তোমার এলো চুলের ঢেউ খেলানো মেঘ
আমার উর্বর সরোবর অন্ধকার করে দেয়
আমি ক্রোধান্ধ হয়ে আমার গলা
চেপে ধরি
কারণ ও কণ্ঠস্বর তোমাকে ডেকে ডেকে
সারা-ওকে থামাতে যে পারি নে
প্রজাপতির রঙিন পাখা দেখে তুমি উদ্বেল হও
সাত রঙধনুতে তুমি দিশেহারা হও
হও অহংকারী অন্ধ প্রেমিকের বিলাস দেখে
আমি শুধু দীর্ঘশ্বাস ফেলি তোমার মাতন দেখে!