অভিশাপ তো তুমি না
অভিশাপ তোমার প্রেম
অভিশাপ তো তুমি নও
তুমি কেনো অনুতাপ হও
যে অভিশাপে অভিসিক্ত আমি
সেই রথেরই তুমি পথিক আগামি
প্রেম কে ঘৃনা করো না
অভিশাপ রূপে মেনো না
প্রেম ছাড়া দুনিয়া অচল
প্রেম করে মনকে সরল
এ প্রেম স্বর্গ থেকে ধরায় ভাসে
মানুষ বাচে প্রেমের আসে
প্রেম না পেলে ফাসিতে ফাসে
প্রেম তো প্রায়ই আসে
প্রেম কে ঘৃনা করো, যে প্রেম- প্রেম থেকে বড়
কামকে ঘৃনা করো যে প্রেমের থেকে বড়
তুমি তাকে আপন করো যে প্রেম কামের থেকে বড়
তুমি তাকেই ধরে রাখো যার প্রেমে নারি শিশু নর।