যেতে চাই আমি সবুজ মাঠে
কলেজের ওই দীঘির ঘাটে
বন্ধুদের ওই আড্ডার হাটে
যেতে চাই আমি সবুজ মাঠে
রোজ রোজ ওই বিকাল বেলা
হইতো মোদের নিমাই খেলা
ঝিম ঝিম ঘুমে কাটতো বেলা
আমি আবারো ঘুমাতে চাই
দুশ্চিন্তায় লাতথি মেরে
ভবিষ্যতের এই নিমাই ছেড়ে...
আমি আবারো ঝিমাতে চাই
কলেজের ওই দীঘির ঘাটে
বন্ধুদের ওই আড্ডার হাটে
আমি আবারো ফিরতে চাই
দিন দিন আমি হচ্ছি বড়
সুখ নাই সব নড়বড়
দুঃখ ভুলে করবো আরো
সুখগুলো জড়োসড়ো
কোথায় গেলে বন্ধু পাই
এই জিবনে বন্ধু নাই
বন্ধুর মতো হওয়া চাই
সুখ নাই,শান্তি নাই
ঝিমাই ঝিমাই ঘুমও নাই।
কোথায় গেলে ওদের মতো বন্ধু পাওয়া যায়
কোথায় গেলে দিনগুলো অতি দ্রুত কাটে হায়
সকালে বেলার এক কাপ চায়ে
দুইভাগে পান রয়ে সয়ে
মিনিট পাচেক পরে আবার
এক কাঠিতেই হতো সবার
চলতো চলতো চাদের নিমাই
ঝিমাই ঝিমাই ঘুম নাই আর
আবার ঘুমাতে চাই
আমি আবারো আমার বন্ধুদের ফিরে পেতে চাই