মন মানুষের কথা শোনে না
মন কভু আপনাকে চেনে না
মন জানে না, মনের বেদনা
মন বোঝে না, মনের স্তব্ধতা
শূণ্যতা,অপূর্ণতা সবই রয় মনে
কত স্বপ্ন পূরণ হবে জনে জনে
মন থাকে না নিজের মনে
ঘুরে বেড়াই অন্যের মনে
মন চলে যায় পাহাড়ি বনে
মন থাকে না ঝর্ণা ক্ষণে
মন বড় হয় ধীরে ধীরে
বড় মন কভু আসে না ফিরে
ছোটো ছোটো খুশির তীরে।
মনকে বোঝা দায়
মন ভাঙিলে মন গড়া দায়
কি অপরুপ সৃষ্ট, কি লীলাময় হায়,দরাও বারণ
বুঝতে হলে করতে হবে শক্ত ধৈর্যে ধারণ।