মায়ের আগে আমার জিবন,
বাবার যেন হয় না মরন।
দুনিয়ার এ কেমন ধরন?
বাবা বিনে হয় যে মরন
মা তুমি আমার জিবন।
ও আল্লাহ তুমি আমায় দেখো
আমার আত্মার  মরন রেখো
বাবার আগে, মায়ের আগে
বাবার জন্য আবেগ জাগে
মায়ের জন্য মায়া জাগে
আল্লাহ তুমি আমার পাপের দিও একটু মাফ
আমার সকল ভালো কর্ম, মা বাবার পাপ সাফ
মায়ের প্রতি আবেগ কেনো
বাবার প্রতি মায়া কেনো
তাদের ছাড়া বুকটা বড় শূন্য যেনো
মা - বাবার জন্য আমার জিবন দিতে আমি রাজি
মা- বাবার স্বপ্ন পূরণে জিবন রাখলাম বাজি
মা- বাবা করে আমার জন্য,তাদের জন্য আমি ধন্য
আমি চাই তাদের পূণ্য, তারাই আমার গন্যমান্য
আর বুঝি কেউ নাই,মা তোমার পায়ের নিচে
বাবা তোমার পা চরণে একটু ঠাই চাই
থাকতে আমি বুঝিনি এতো
মা - বাবাকে ভালোবাসি কতো
দূরে এসে পুরছে বুক
মা- বাবা চায় আমার সুখ
তাদের ছাড়া আমার অসুখ।
বাবা মা কাঁদে আমার জন্য
আমি কাদি তাদের জন্য
কবিতাও আজ ভিজছে দেখো
টাকা তুমি মনে রেখো,তোমায় ন চাই
মা - বাবার দুই পা চরণে শান্তি খুজে পাই
মা তুমি আমার জিবন,বাবা বিনে হয় যে মরন
মা - বাবার ওই পা ধোয়া পানি পান করতে চাই
আমি সারাজিবন মা- বাবার অভিশাপ পেতে চাই
আমি সারাক্ষণ মা - বাবাকে স্মরণ রাখতে চাই।