আমার আমার শব্দ না
এই শব্দ ভালো না
কোনো কিছুই আমার না
আমার জন্য সবকিছুতেই দোষ
হালাল হারাম, সুদ ঘুষ সবই নেয় ঘোষ
আমার আমার করি বলে
পা দুটো পাপের পথে চলে
সাত লাজার স্মরন নাই
আমার সব করতে চাই
আমার জন্য শয়তান থাকে ধন্য
আমার আমার করি বলিয়া
প্রভুকে ফেলি চলি ভুলিয়া
সবিতো আমার,তোমার কিছুই নাই
সবিশেষে দেহখান নিয়ে শ্মশান - কবরে যাই
নাই নাই এখন আমার নাই
ওখানে কিছুই নেওয়ারই নাই
আমার নামক শব্দটা পাপ সৃষ্টি করে
আমার নামক চিন্তাটাই লোভ তৈরি করে
আমার নামক শব্দের তরে হয় কত বাহাদুরি
আমার শব্দ ছাড়তে পারলে উরবে আকাশে ঘুরি