লাল সাদার এই ক্যাম্পাসে, বিষাদ সুরের অবহেলা উড়ে।
শ্মশানের কাঠে পুড়েছে অবহেলা,
গন্ধ নেই শত বয়ে যায় বেলা।
আমার হয়নি তোমায় ছোঁয়া,
আঁধারে মিলালো ভালোবাসার সব ধোয়া।
তুমি উড়ে গেছো অজানার দিকে চেয়ে,  
তবুও আমি পূর্নতা পেয়েছি, তোমায় এতটুকু পেয়ে।
মিথ্যে ইশারায় দিলে কেবল উপেক্ষা,
আমায় দিয়ে গেলে কেবল অবহেলা আর অপেক্ষা।
আমায় তুমি খুঁজবে অবহেলায়,
সময় পেরিয়ে অবেলায়।
শেষ করে সব অবাঞ্চনীয় অবহেলা,
আকাশে ভেসে বেড়াবে ভালোবাসা ভেলা,
ভুলের খাতাটা ধুলোয় মিশিয়ে দিও,
মিথ্যে হলেও আরো একবার আমায় ডেকো প্রিয়।