বাছি  ও দেখছি তাদের,
দুঃখ নিয়ে আলাপ যাদের।
বলছে তারা তাদের নিয়ে,
দুঃখ গুনছে কড় দিয়ে।
ভাবছি আমি আমার কথা
সঙ্গে নিয়ে উষ্ম ব্যাথা।
আমারতো আর দুঃখ নেই,
দুঃখ রাখার মনই নেই।
বলছি আমি আমার কথা
হ্দয়গাঁথা মিশ্র ব্যাথা
ব্যাথা নয় যেন হাহাকার
খুজছি আমার মধ্য থেকে
ধ্বংস করতে পাপাচার
পারছিনা আমি ফিরতে ভবে
ছারছিনা আমি তনয়ারে
যেদিন তোমায় ছাড়তে পারি
সেদিন দুঃখ গুজতে পারে
তোমার জন্য শতকথা
কথা নয় যেন উষ্মব্যাথা।