কত স্বাধীন কত মুক্তি পেলে মুক্ত থাকা যায়,
কত অভিশাপ থেকে মুক্তি পেলে মিথ্যা ছাড়া যায়।
কত যু্দ্ধ করলে ধর্ষন আর ভেজাল সরানো যায়,
কত অভিশাপ থেকে মুক্তি পেলে, দেশকে বোঝা যায়।
আমরা নাকি বাংলাদেশি,দেশকে ভালবাসি,
অন্যায়, অবিচারে মাখামাখি, দেশকে ভালোবাসি।
তাই তো ধর্ষন করেও নির্ভয়ে বাড়িতে ফিরে আসি।
তব দেশপ্রেম মোর বুকে আছে যে, খারাপে কি আর হবে
দেশপ্রেম তো মনে আছে, মাটি আছে পায়ে লেগে।
কই আমি কি কোথাও গিয়েছি চলে,দেশে আছি, ভালোবাসি
জন্মভুমি যে,
ওহে পাপি এভাবে কি দেশকে বাসা যায় ভালো,
মানুষে মানুষে প্রেম হয় হোক মানুষ যত কালো।
মানুষে আশ দেয়ার মাঝে মানুষে বোঝার জন্য,
পৃথিবী থাকিবে জন্ম দিতে ধন্য তোমাতে ধন্য।
ওহে মায়া, ওহে বিবেক তুমি তখনই আমার জন্য
যবে পৃথিবী হবে শুধু আমার কর্মের জন্য ধন্য।
মানুষকে কিছু দেয়ার তরে দেশ হবে পরিপূর্ণ
মানুষকে ভালোবাসো সেবা করো হোক সে যতো জীর্ণ
তব তুমি হবে জজ বিবেকের কাছে ভালোবাসিবে তোমায় সবে
তবেই প্রকৃত দেশপ্রেম, দেশকে ভালোবাসা হবে।