আমি হাওয়ায় ভাসি,হাওয়ায় নিজেকে ভাসাই
আমি হাওয়ায় চলতে চলতে, হাওয়ার মাঝে হাওয়ায় গন্ধ ছড়াই
আমি হাওয়ার মাঝে প্রবল তনয়ার দর্শন পাই
সে তো হাওয়ায় চলে তাইতো তারে যায় না ছোয়া,
ছুতে গেলেই প্রবল তনয়া যেনো এক অবাক ধোয়া
আমি আমাতে পাই তাহারে
যে শুধু কষ্ট দেয় আহারে
কিভাবে পাবো তাহারে
মন দিয়েছি যাহারে
আহারে, আহারে
যদি পাই তাহারে
কত শান্তি আহারে
আহারে আহারে করিওনা  মন
চেষ্টা করোনি তাই হয়েছে এমন
আহারে আহারে কাপুরুষেরা করে
বীররা তো নিতে গিয়ে মরে
কি হবে আহারে করে
কি হবে নসিব ধরে
যদি থাকে শুয়ে পরে
আমি আমার সকল চেষ্টা দিয়ে আহারে মুছতে চাই
আমি জয় - পরাজয়ের মধ্য দিয়ে নিজেকে চিনতে চাই।
আমি পরাজয়কে বরণ করে স্বপ্ন দেখতে চাই
হে স্বপ্ন, আমার দুঃস্বপ্ন সত্য হবে কি
আমার গভীর সাধনার শেষ দিনটি শেষ হবে কি
আমি আমার সকল চেষ্টা দিয়ে তোমায় পাবো কি?
পাবো কি পাবো না জানি না
স্বপ্ন দেখলে পাবো না
তোমায় আমায় পেতে হলে
জয়ী হতে হবে চেষ্টা বলে
নয়তো সন্ধা দিবস শেষে মস্ত শীতে
ভুগতে হবে  আহারে আহারে গীতে।