দুই পাশে দুই বাড়ির মাঝে
রাস্তার দুই ড্রেন জানে
অপব্যয় আর বজ্রের মানে
কত তেলে জল ভাসে
কত মাছের পেটে বোঝাই
সেই মাছই আমরা খাই
হজম হলো না,
এন্টাসিড তাই
খাই, খাই, খাই
আবার দিনশেষে সব লুটিয়ে যায়,ওই ক্ষুধার টানে
মিথ্যা কথা বাঁচার জন্য
সবাই করে ঘন্যমান্য
কেহ চুরি, কেহ শাড়ি
সবকিছুই দিচ্ছে পারি
কেউ মন পেলো না, মন দিলো না
সবাই ছোটে ক্ষুধার টানে
এই ক্ষুধাই কি তার শেষ
আমি মানি মন,মন করে ধন
এভাবেই জিবন যাপন।