জিবন একটা খেলা
নয় থামা না পিছু
যা ছিলো নিলাম কিছু
থামব না  যাব
দেখব ভব
কোথায় খেলার শেষ
এই মন্দ এই বেস
জিবনটা ছুটছে বেশ!
তার আপন গতিতে
তবে, আমরা কাদি
যদি পেতাম ফিরেে
নতুন নীরে, তারে
যারে পাওয়া অসম্ভব
কিসের ভাব,
মন পাওয়া দায়
তাই মন উরে যায়
অতীতের শ্যামল নীড়ে
আর পাব না ফিরে
দেখি নি যারে
দেখব তারে
চিনব তারে হারে হারে
ভুল করেছি, করবো আরো
হয়েছে শেখা,হয়েছে দেখা
তাইতো এখন অভিজ্ঞতা।
সামনে দেখবো নয়া জিবন
পিছন ফিরে, আর কভু না
দেখতে দেখতে অবশেষে
ভুলে গিয়ে,গিয়ে ফেসে
ওই পারেতে গুনতে হবে
এইপারেরে রেষ বেশ
জিবন নাকি দঃখ সুখের খেলা
যায় দিন যায় বেলা,
আমরা করি জিবন,জিবন করে খেলা।