আমার মাথার ভিতর
বোধ কাজ করে না মনে হয়,
আমি বিধাতাকে বলেছি তোমার কথা,
আমার ভিতর অদৃশ্য হৃদয়,
যদিও তুমি বলো-
রক্তে পিন্ডের হৃদয়, তাঁকেও বলেছি;
আমি বাগানে লাল গোলাপকেও বলেছি,
আমায় ক্ষমা করো,
তোমাকে ছিড়ে আরেকটি হৃদয় যদি
আমাকে ভালোবাসে, তাহলে আমি একটা কেন,
হাজারটা, হাজারটা কেন, পৃথিবির সব গোলাপ
ছিড়তে পারি অনায়াসে।
শুধু দুঃখ একটাই!
বিধাতা, রক্ত পিন্ডের হৃদয় এবং তুমি
আমার অদৃশ্য হৃদয়কে,
একটি গোলাপ ছিড়তে দিলে না।