বিদায় হজের ভাষণ


শুক্রবার,৯ জিলহজ ১০ হিজরি সনে
আরফার ময়দানে,  প্রখর রৌদ, দিন দুপুরে,
লক্ষাধিক সাহাবী সমাবেশে,
শেষ রাসূলের স্বীয় ভাষণে-


মাবুদ আল্লাহ জানি,
তাঁর সমকক্ষ আর কেউ না মানি,
পুরুষ ও নারী, সমাজ ও গোত্র পরস্পরের
পরিচয় নিণর্য় জানি।


ইসলামি জাতি, নেই বণবৈষম্য-
শ্রেণীভেদ, একে অপরের জ্ঞাতী,
তেমনি নেই সাদার ওপর কালো,
কালোর ওপর সাদার শ্রেষ্ঠত্বের বাতি।


আল্লাহর ঘর থাকিবে হিফাজত,
সংরক্ষন ও বহাল রহিবে জমজমের পানি।


জাহেলি বিষয় ও প্রথা আজ পায়ের নিচে,
নিষিদ্ধ যত সব সুদ অসাধু কারবারী।
পবিত্র রহিবে তোমাদের রক্ত, ইজ্জত,
পবিত্র তোমাদের সব সহায় সম্পত্তি।


এই পৃথিবী রবে না চিরস্থায়ী,
রবে না ভোগ বিলাসী মহিয়ী,
যেতে হবে সবার আল্লাহর দরবারে
নিজ নিজ আমল হিসাব মানি।


অপরাধ তোমার নিজের পিঠে বতার্বে,
পিতা তাঁর পুত্র, পুত্র তাঁর পিতার জন্য নহে।
সতর্ক পুরুষ, নারী তোমার দামপ্ত্য জীবন,
তোমার অধিকার, তাঁর অধিকার সমতার বহে।



তুমি শ্রেষ্ঠ, তুমি মালিক তুমি নও কর্তা,
চাকর বলে করো না ঘৃণা, উপেক্ষা।
তুমি যা খাবে, তাদেরও খাওয়াবে,
তুমি যা পরবে, তাদেরও পরাবে এ সত্য বাণী।
মুসলিম সম্প্রদায় ভাই ভাই, খুন হত্যা রাহাজানী
সাবধান হও কুফরি থেকে
এ সব অন্যায় জানি।


সন্তান হলো বিবাহিত দম্পতির আদরের মধ্যমনি,
ব্যভিচারীর নেই অধিকার নেই সন্তান-সন্তনি।
যদি পিতাকে পিতা নয়, মওলাকে মওলা না মানি,
তাঁর উপরে আল্লাহ’র লানত বষির্ত হবে জানি।  
ঋণ আমানত দিতে হবে ফেরত চাওয়া মাত্র
হকদারের সম্পদ এ সত্য মানি।  


যদি কোন নাক-কান কাটা হয় হাবশি দাস,
হয় তোমার আমির! যে আমির, মানে আল্লাহর কিতাব,
আনুগত্য প্রদর্শনে কমতি না রেখে,
চলতে হবে তাঁর কথা যত আদেশ মানি ।


শোন, ইবাদত কর এক আল্লাহর,
পাঁচ ওয়াক্ত সালাত আদায় কর,
রোজা, যাকাত ও বায়তুল্লাহ হয পালন কর,
জান্নাত তোমার দাখিল পৃথিবীর মধ্যখানি।


হে লোক সকল! আমি শেষ নবী,
তোমরা আমার শেষ উম্মতী মুহম্মদী।
দু’টো জিনিস রেখো বুকে ধারণ,
আল্লাহর কিতাব ও রাসুলের সুন্নাত’র বাণী।।


বাড়াবাড়ী করো না দীন, ধর্ম নিয়ে
এতে ধ্বংস হয়েছে কত ধর্ম বাণী সময়ের তরে।
এই ভূমিতে হবে না শয়তানের পূজা  
নিরাশ হবে শয়তান পাপী,
ক্ষুদ্র, ক্ষুদ্র বিষয়ে জড়িয়ে তোমরা
করবে শয়তানের গুনি।


যখন আল্লাহ জিজ্ঞেস করিবে আমার সম্পর্কে,
তখন তোমরা বলিবে কি?
সমবেত সমস্বরে উত্তর সবার-
আমরা স্বাক্ষ্য দিব, আপনি আদায় করেছেন আমানত,
রিসালত, আমজান এবং সবাইকে নসিহত করছেন।


রাসুল সাল্লাল্লাহু আকাশের দিকে পবিত্র শাহাদত
অঙ্গুলি তোলে আবার নিচে মানুষের দিকে নামালেন।
হে আল্লাহ! তুমি সাক্ষী থাকে।
হে আল্লাহ! তুমি সাক্ষী থাকে।