কি এক দুর্দান্ত দিন গেছে!
আঁকা বাঁকা পথে, লতায় লতা পেছিয়ে
উঁচু নিচু ডালে, প্রজাপ্রতি দোলে;
পাখিরা গান করে, শীতে পাতা ঝরে
পিচ ঢালা পথ, দু’ধার সবুজের সাথে হলুদে;
কখনো নিঃস্তব্দ, কখনো পাশ দিয়ে-
ভো... করে ছোটে গাড়ী মৌমাছির সুরে।


গাড়ী থামিয়ে, মেঠো পথ ধরে-
নামলাম পাঁহাড়ের তলদেশে ঝর্ণা’র ধারে
একটু দেখা, একটু স্পর্শ, কয়েকটি ছবি;
আমার ক্যামরা হাঁসে, ঝর্ণা একা-
ঝরিতেছে পাহাড়ের গা বেয়ে।


ঝর্ণা দশন শেষে, আলুটিলার দেশে!
এ এক অপূব সুন্দর দেখলাম স্ব-চোখে-
যা আগে দেখেছি টিভি চ্যানেলের দৃশ্য।
আমাদের দেখে-
সূযের সাথে সাথে চাঁদ মামাও হাঁসে।


কি এক দুর্দান্ত দিন গেছে!
সূর্য, চাঁদ, পাহাড় ও আমরা মিলে
একটি মুহুর্ত, একটি সময় বয়ে চলে
প্রজাপ্রতির ডানায় নানা রং মেখে।


আদিম সময়ের দেশে, মশাল হাতে;
গুহা মানব সেঝে-
স্বাদ নিলাম অন্ধকার, মাটি ও গুহার কবরে।
বিদায় ঘন্টা বেঝে, ছুটলাম নিজ পথের শেষে;
এই প্রথম দেখলাম, সূর্যটিকে মিনেটে একবার
উঠে আরেকবার ডুবে পাহাড়ের উচু নিচু পাড়ে।।
08/01/2015