“ভালোবাসা” তুমি ঝরে পর
অনাবৃষ্টির দেশে বৃষ্টি হয়ে
কৃষকের লাঙ্গলে, বীজে
ওয়াসার লাইনে লাইনে।


“ভালোবাসা” তুমি ছুয়ে দাও
একটি পরশ পাথর হয়ে-
সুখের দরজার চাবি হয়ে
দারিদ্রতাকে বন্দি করে।।


“ভালোবাসা” তুমি ফোটাও হাসি
একটি সুখ হাসি হয়ে-
প্রচন্ড প্রসব বেদনা উপেক্ষা করে
একটি সন্তানের জন্য যে হাসি
ফোটে মা’য়ের মুখে।।


“ভালোবাসা” তুমি বিদ্রোহ কর
সকল অন্যায়ের বিরুদ্ধে-
সন্ত্রাস, ধষর্ন, খুন-রাহাজানি;
যৌতুকে জর্জরিত সমাজে।।


“ভালোবাসা” তুমি ফিরে আস
দু’টি হৃদয় এক হয়ে-
যে ভালোবাসা ভুল পথে হেটেছে
একটি মান অভিমানে।।


“ভালোবাসা” তুমি জড়িয়ে ধর
হৃদয় খুলে আপন হয়ে-
জীবনের সকল অলি-গলি
বসন্তের নতুন পাতায় পেছিয়ে।।