কবি!
খাতা-কলম খোলে
ডাকলাম- কবিতা!
এসো ধরা দাও
চোখে, মুখে, হাতে;
ছন্দে ছন্দে, হৃদয়ের
পরতে পরতে!
কোথায় তুমি আজ?
অবরোধ – হরতালে
আটকে আছ কি
পেট্রোলের জালে!


কবিতা!
তুমি আছ আবদ্ধ ঘরে,
বাহির হও- কবি!
আমায় পেতে তুমি
প্রকৃতিতে, ফুলে – ফলে
সবুজ সমারোহে!
আজ পাবে তুমি আমায়-
জলন্ত পেট্রোল আগুনে
যে ছন্দ ভস্ম হয়েছে
একটি নিঃশ্বপাপ বালিকার মুখে!
জেগে উঠ তুমি আবার
নজরুলের বিদ্রোহের আগুনে।।
১৯/০১/২০১৫