সেদিন দুপুরবেলা,
নিমর্ল আঁকাশ, শান্ত পরিবেশ,
আলো ছায়া কফি শপে বসে আছি;
আমি, আমার বন্ধু ও বড় ভাই,
আজ আমার প্রথম বিয়ের কনে দেখার প্রহর।
অপেক্ষার প্রহর গুনে গুনে শূন্য তিন চার কফি কাপ,
শুনেছি, অপেক্ষার প্রহর কখনো মধুর, কখনো সুদূর,
এই দু’য়ের মাঝে আমি আগন্তুকের কল্পনায় বিভোর;
কেমন হতে পারে! আমার ভবিষ্যৎ মন ময়ূরী।
লম্বা, বেটে, কালো, শ্যামলা না ফর্সা;
কোকিলা, ককর্শ, মিষ্টি না ঝাজালো সুর;
হাঁটা কেমন হবে! উঠবে তরঙ্গের ঢেউ,
বাজবে বাশি, না মেঠো বাঁকা পথ দূর দূর।
ফুটবে কি ফুল হাসিতে তাঁর, না ঝরে পড়বে মকুল।
শঙ্কা জাগে, মনে মনে হৃদয় কোনে;
সে কি পছন্দ করিবে আমায় সযতনে!
রোগা শোকা জিরাফ সদৃশ্য বৃক্ষ,
শ্যাম বর্ণ, মূখে তিল, বড় বড় চুক্ষ।
এই প্রথম আয়নার সামনে মেয়েদের মত
দাঁড়িয়ে, নিজকে দেখেছি লুকিয়ে লুকিয়ে কত;
আজ দেখব কনে, আমার স্বপ্নের মন মূয়রীর মত।
হঠ্যাৎ কালো মেঘ ছেয়ে গেছে নীল দিগন্ত,
টিপটিপ বৃষ্টি পড়ছে অবরিত, অপেক্ষেরা আজ ক্লান্ত,
বড় ভাইয়ের মোবাইল একটি কল, সব শান্ত;
আমার কনে দেখা ঐদিনের মত সেখানেই সমাপ্ত।
  ***********
16/12/2014