দূর থেকে দূরে আকাশের নীল সীমানায়
ঐ যে রঙিন ঘুড়িটি এখনো দেখা যায়!
যদিও নাটাই এখন আমার হাতে নেই,
যখন আমার হাতে নাটাই ছিল-
ঘুড়িটি উড়তো পতপত করে পায়রার বেশে,
আমার হৃদয়টাও উড়ত ঘুড়ির সাথে পাশে!
মাঝেমাঝে সে পাক মারত নীল আঁকাশে,
আমার হৃদয়টাও পাক খেত শূন্যে নিমেষে!


ঘুড়ি চেয়েছে উড়তে আরো উপরে,
আমি দিয়েছি স্বাধীনতা-
হৃদয় নাটাই’র যত সুতা আছে সব দিয়ে;
বলেছি তাকে- যাও উড়ো আমার আঁকাশ জুড়ে!
ঘুড়িটি এখনো নীল আঁকাশে উড়ে,
আমার আঁকাশে নয়; আমার হৃদয় নাটাই’র যত
সুতা আছে সব নিয়ে অন্য আঁকাশে!