বসন্ত, দুয়ারে কলিং বেল হাতে দাঁড়িয়ে!
প্রকৃতিও তাঁর দুয়ার খুলার জন্য
সব প্রস্তুতি নিয়ে রেখেছে
আমিও কি অপেক্ষা করবো-
নতুন আরেকটি বসন্তের জন্য!
প্রশ্ন তাকলো তোমার কাছে...
বিগত কয়েকটি বসন্ত
তুমি ছিলে ব্যাস্ত সাজাতে
আমার সাদা হৃদয়ের ক্যানভাসে
এঁকেছিলে ফুল, প্রজাপতি, জোনাকী;
এঁকেছিলে একটি শিমুল বৃক্ষ
যার নিচে বসা তুমি আর আমি!
প্রশ্ন তাকলো তোমার কাছে...
এই চিত্র কি ছিল শুধু কয়েকটি বসন্তের জন্য?