বুঝিনা কী করে এড়াবো তাকে!
এ আমার স্বাধীন জন্মভূমি বাংলাদেশ
স্বপনে নয় বাস্তবে, একাত্তরের রক্তে!


সূর্যের আলো দিনে ভাসে –
একাত্তরের লাল রক্তিম রঙেতে!
চাঁদের জোছনা রাতে ভাসে –
বীরঙ্গনার যৌবন রূপের দীপ্তে!


পুড়ছে এ’দেশ, পুড়ছে স্বাধীনতা;
দুর্ভিক্ষের অনলে নয় ক্ষমতারই দ্বন্দে!
একাত্তরের গণতন্ত্রের পতকা উড়ছে আজ
একই নামে রঙ পাল্টিয়ে পরিবারতন্ত্রের গন্ধে!


স্বাধীন এ’দেশে এখনো রক্ত চাই! রক্ত চাই!
দেশপ্রেম নয়! গণতন্ত্র নয়! ক্ষমতারই দ্বন্দে!!


07/02/2015