কত আলোকবর্ষে গেলে পাব তোমার দেখা!
ওখানে কি সব ঋতু আসে!
গ্রীস্মের খরতাপে বধুর তালপাখায় দোলে!
বরষার কালো মেঘে সুখের বৃষ্টি ঝরে!
শরতে কাশফুলে শুভ্রতা ছড়িয়ে পরে হৃদয়ে!
হেমন্তে মাঠে মাঠে নবান্নের পাকা ধান দোলে!
শীতে কুয়াশা প্রলেপ বিছিয়ে শিশির হয়ে ঝরে!
বসন্তে কৃষ্ণচূড়া ডালে কোকিলের কুহু কুহু কুহুতানে!
যদি নাই অাসে- এসো আমার আলোকবর্ষে!
পাবে তুমি আমায় –
ছয় ঋতুর এই সোনার বাংলাদেশে।।