আঁকা-বাঁকা পথে চলছে মন
সরল রেখার খুঁজে
রংধনুটা বাঁক খেয়েছে
নীল আঁকাশে গিয়ে।।


প্রজাপ্রতি তার ডানা পেয়েছে
রঙিন ফুলের জালে
দিনের আলো রাতে ডুবেছে
নতুন আলোর খোঁজে।।


অন্ধকারে জোনাক জ্বলে
ঝোপ ঝাড়েতে বসে
চাঁদের  আলো তাই’না
দেখে মিটিমিটি হাসে।।


কোকিল ডাকে কুহু কুহু
পলাশ, শিমুল ডালে
বাসন্তী রঙের আঁচ লেগেছে
কপোত-কপোতী’র পালে।।


১৩/০২/২০১৫