জীবনানন্দ
তোমার সুরঞ্জনা'রা এখনো
ও'ই খানে যায়
তোমার ভালোবাসাকে উপেক্ষা করে!
জীবনানন্দ
তোমার দেখা অদ্ভুত আঁধার
এখনো কাটেনি পৃথিবী থেকে
যারা অন্ধ আজও তারাই বেশি দেখে!
জীবনানন্দ
তোমার যে মাছরাঙাটা চ'লে গেছে-
সে ফিরে আসতো তোমার চিন্তায় চেতনায়!
মাছরাঙাটা এখন ফিরে আসে না
আজ নয় কবেকার কথা'র মত ডুবে গেছে!
জীবনানন্দ
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য -বনলতা সেনে'র
শেষ হয়নি এখনো
এ জীবনের সব লেনদেন!
তার সময় কই মুখোমুখি বসে
দুদন্ড শান্তি দেবার!
জীবনানন্দ
তুমি বলেছিলে- আবার আসিব ফিরে- এই বাংলায়!
হয়তো মানুষ নয়- হয়তো বা শংখচিল শালিখের বেশে!
আমি তোমার চাওয়াকে সেলাম জানাই
মানুষে ভিড়ে খুঁজি না তোমায়
তুমি আছ বাংলা, বাঙালী'র হৃদয়ের আয়নায়!


17/02/2015