একুশে ফেব্রুয়ারী,
আমি কি ভুলিতে পারি!


আমি একুশ দেখিনি-
তবুও আমি ভুলতে পারি না একুশকে!
যে ভাষা শিখার কথা মায়ের কোলে
সে ভাষা শিখতে হয়েছে কৃষ্ণচূড়ার
তলে শীহদের লাল রক্ত জলে।।


আমি একুশ দেখিনি-
তবুও আমি একুশ দেখি!
অআইঈ, কখগঘ, অক্ষরে;
স্বরবর্ণ – ব্যাঞ্জনবর্ণ ভাসে ছলছল চোখে
রক্ত মাখা সাদা কাফনের শহীদ মিনারে।।  


আমি একুশ দেখিনি-
তবে আমি একুশ লিখতে জানি!
যে চিত্র ফুটে উঠেছিল অক্ষরে অক্ষরে
বরকত, সালাম, জব্বারের বুকে লাল রক্তে।।


আমি একুশ দেখিনি-
তবে একুশ দাঁড়িয়ে আমার সামনে শহীদ মিনারে!
শিরদাঁড় উচু করে ষোল কোঠি প্রাণে, শয়নে-স্বপনে;
বইয়ে-কাগজে, ঠোটে-মুখে, মা’য়ের প্রথম আঁদরে।।