উত্তপ্ত উনুনে’র ওপর লোহার কড়াই
পাম অয়েলে ভাজা হচ্ছে কষ্ট
মচমচে কুরকুরে এপিট ওপিট ক’রে!


বিক্রি হচ্ছে সে কষ্ট- থালা ভ’রে
ভন্ড-চেতনা, ভন্ড-দেশ প্রেম, ধমার্ন্ধে;
র‍্যাপিং পেপারের মোড়ক পেছিয়ে!


বরফ গলিয়ে দিচ্ছে উত্তপ্ত সূয’কে
সূয ভিখ খুঁজে- হারানো স্বাধীনতা
নিকষ কালো রাতে’র অন্ধকারে!


বিক্রি হচ্ছে সে আলো- মুঠো ভ’রে
ভন্ড-চেতনা, ভন্ড-দেশ প্রেম, ধমার্ন্ধে;
পেট্রোলে’র আগুনে বারবিকিউ করে!