এটা কি শুধুই একটা খেলা ছিল!
জল একটুও কি গড়াই নি?


কাঁদা মাখা পথে যে চাকা
চলে গেছে-
তার চাপ কি পড়েনি- তোর মনে!


ঝুমঝুম বৃষ্টি’র পানিতে থৈ থৈ
তোর উঠোন-
তার ছিটেফোটাও কি পড়েনি- তোর মনে!


জোছনার আলো জ্বালিয়ে যে জোনাক
বসেছিল তোর দেহে-
তার আলোও কি পড়েনি- তোর মনে!


না হয় বুঝলাম-
এটা তোর কাছে ছিল অন্য কিছু!
তবুও জল একটুও কি গড়াই নি?
তোর কি মন নেই, শুধুই দেহ!


২৫/০২/২০১৫