মগজে’র এক ফালি বারান্দাটি চেয়েছিলে- ভাড়া!
বললে- ভালোবাসা পেমেন্ট করবে
ক্ষনে-ক্ষনে!


এক ফালি বারান্দাটি কি সুন্দর সাজালে তুমি
সিলিং’এ – লাল টিপ!
গ্রিল’এ – কাজল!
দরজার কপাটে – লাল লিপষ্টিক!


বারান্দায় শুকাতে দেওয়া তোমার- ওড়না!
দখিনা বাতাসে যখন পতপত করে উড়ে
তোমার টবে সদ্য প্রস্ফুটিত গোলাপ দু’টো
আমায় ডাকে- সুবাস নিতে!


রাতে যখন দাঁড়াতে তুমি বারান্দায়- গুনগুন সুরে!
আকাশ হতে নক্ষত্র নেমে আসে চারিপাশ
জোছনা বেয়ে বেয়ে জোনাক হয়ে!


তোমার পেমেন্টে’র এত শক্তি
তুমি মগজের অন্দর মহলও – দখল নিলে!
যেই ভাবছি- বারান্দাটি তোমার নামে লিখে দিব!
অমনি তুমি বিদায় বললে- শূন্য রেখে চারিপাশ!


২৭/২/২০১৫