কসাই'র চাকুটি নিয়ে- এক গুতা'ই বের করলাম হৃদয়!
শুনেছি হৃদয়ে'র অনেক দাম-ভালোবাসা'র বাজারে!
হৃদয়টি টাঙিয়ে দিলাম- ন্যায্য মূল্য'র আশায়!
কেউ ছুয়েও দেখলো না- রক্তাক্ত হৃদয়!
পশু'র যে হৃদয়টি টাঙানো হয়েছিল আমার পাশে
সেটি আমার চেয়েও দামি- টাঙাতেই সাবাড়!


হৃদয়টি বের করেছি অনেকক্ষণ- রক্ত জমাট বেঁধে
মাছিদে'র ঠোকর অনুভব করছি!
যে মেয়েটি'কে ভালোবাসতাম, বলেছিলো সে-
যে দিন হৃদয় দিয়ে ভালোবাসবে সেদিন আসিও!
হৃদয়'টি হাতে নিয়ে বললাম- এই নাও হৃদয়!
এবার ভালোবাসতে আর কোন বাধা নেই!
ওড়না দিয়ে নাকটি চেপে ছুড়ে দিল-আমার হৃদয়!
কি দুর্গন্ধ, রক্তাক্ত হৃদয়- এ হৃদয়কে কি ভালোবাসা যায়!


ক্ষোভে-অভিমানে হৃদয়টি হাতে নিয়ে-ফুটপাতে হাটা দিলাম!
দেখলাম আমার মত অনেকে হৃদয় নিয়ে বসে আছে-
বিক্রি করার আশায়!
কেউ হৃদয় বিক্রি করছে- এক মুঠো ভাতের আশায়!
কেউ হৃদয় বিক্রি করছে- একটি পুরানো কাপড়ে'র আশায়!
কেউ হৃদয় বিক্রি করছে- অশান্ত রাজনীতিতে পুড়ে একটি চাকুরি'র আশায়!
কেউ হৃদয় বিক্রি করছে- পাগল হয়ে হারানো ভালোবাসা'র আশায়!


এ চিত্র দেখে ভয়ে আতঁকে উঠলাম আমি!
হৃদয়টি'কে জলে ধুয়ে - মুছে পুরে নিলাম এক নিমেষেই!
আমার হৃদয় আমার থাক- সকল সুখ-দুঃখে!


০৩/০৩/২০১৫