হাতে হাত রাখো- একটি লাজুক হাসি দিয়ে!
পেছিয়ে ধরো এ’দেহ- আলোক লতা’র রূপে!
কষ্টরা সব পালাবে মঙ্গল গ্রহে- এলিয়েন হয়ে!
স্বপন ভাঙে, ঘুম ভাঙে, রাত গেল - দিন আসে;
সূর্য আগুন জ্বালিয়ে হাসে মিছে স্বপন পুড়িয়ে!!


28/02/2015