দারিদ্রতা!
তোমার খুব কষ্ট- খুব রাগ!
প্যাডেলে প্যাডেলে ইঞ্জিন বিহীন
চাকা’য়-  ঘুরে ঘুরে!
দরজায় দাঁড়িয়ে থাকা তালগাছ হয়ে
আকাঁশ ছোঁয়া’র স্বপন- দেখে দেখে!
রিলিফে’র চালে’র ঠোঙ্গা’য় অ-ভূক্ত
পেট’টি ডুকিয়ে- দাঁড়িয়ে দাঁড়িয়ে!


দারিদ্রতা!
তোমার খুব মান-অভিমান!
তোমাকে কেউ ফুলে’র তোড়া -তোরণ
দিয়ে বরণ করে না বলে!
তোমার সামনে - পিছনে পুলিশে’র
সাইরেন তুলে গাড়ী ছুটে না বলে!
যে ভোঁজ-আয়োজনটি ছিল-
অনাথ-এথিমে’র
সেখানেও তোমার স্থান ভিআইপিদের
জন্য ছেড়ে- চটি’তে বলে!


দারিদ্রতা!
আজ তুমি- বিদ্রোহী হও! জেগে ওঠ!
যে তোমাকে চাকা’য় পিশে- পিষ্ট করে
তার বিরুদ্ধে তোমার রূপটি দেখাও!