নারী-
খুলেছি দক্ষিনা জানলা
দুষ্ট হাওয়ায় খুলব পেখম
মাখামাখি হবে ফুলে ফুলে!


পুরুষ-
কি বললে- খোলা জানালা
আসবে কত চিল, শুকুন
লাল রক্ত পিন্ডের লোভে!


নারী-
তবে কি হবে না! জোছনা স্লান
কেশে কেশে তাঁরা গুনা!


পুরুষ-
হবে না কেন, লৌহ দন্ড
কালো আয়না, দেব সেটে
তোমার দক্ষিনা জানলা জুড়ে!


নারী-
তবে বাতাস আসিবে কিসে
জোছনা ধরা দিবে কি এসে!
হবে না মাখামাখি ফুলে ফুলে
দুষ্ট হাওয়ায় পেখম খুলে!


পুরুষ-
সবি হবে চার দেওয়ালে
মোমের আলো জোছনা ভেবে!