তোমার একশ একবার ফাঁসি হত
একটি হৃদয় হত্যা'র দায়ে!
তুমি অভিনয়ে খুব পটু
লায়লী-জুলিয়েট ছিল তোমার নখ দপর্নে!
ভালোবাসা'র সমস্ত পাঠ
তুমি এক নিমেষেই- আওড়াতে পারতে!
তোমার ভালোবাসা'র অভিনয়ের- এত ক্ষমতা
তুমি ভর দুপুরেও জোছনা নামাতে পারতে!
দেহকে ছড়িয়ে দিতে পারতে- ফুটন্ত গোলাপ রূপে!
হাসিতে ফুটাতে পারতে- হাসনাহেনা ফুল!
কান্নায় মরুভূমি'র বুকে ঝরাতে পারতে- ঝুমঝুম বৃষ্টি!


যে হৃদয়টি তুমি হত্যা করেছ- ভালোবাসা'র নামে
বিরহে'র নীল বিষ দিয়ে
কবর দিয়েছ উত্তপ্ত মরুভূমি'র বালুতে!
আমি যদি বিচার চাইতাম- ভালোবাসা'র আদালতে
তোমার একশ একবার ফাঁসি হত
একটি হৃদয় হত্যা'র দায়ে!