: আমি আপনার একটি ইন্টারভিউ নিতে এসেছি?
- আপনি এখানে কিভাবে এসেছেন?
: অনেক কষ্ট করে সৃষ্টিকর্তা থেকে পাঁচ মিনিটে’র জন্য অনুমতি নিয়ে এসেছি।
- কি জানতে চান।
: আপনাকে কে বা কারা খুন করেছে?
- কেন? এখনো বের করতে পারেন নি আমার খুনিদের!
: না, খুনিরা এখনো ধরা ছোয়া’র বাইরে।
- বাহ! বেশ ভালো। যদি ধরা ছোয়া’র বাইরে হয় তাহলে আমার দেহ সুরতহাল করে এত কাট-ছাট করার দরকার কি ছিল।
: খুনে’র আলামত জানার জন্য। তবে আপনি জেনে খুশি হবেন, আপনার জন্য মানব বন্ধন ও অনশন কমর্সূচী পালনকরা হচ্ছে।
- ভালো কর্ম! গিয়ে দ্যাখেন এতক্ষনে উনারা অন্য আরেকজনের দাঁড়িয়ে আছেন।
: ধন্যবাদ আপনাকে। আমার সময় ফুরিয়ে আসছে। যাবার আগে কি আরেকটি প্রশ্ন করতে পারি?
- অবশ্যই! করুন।
: আপনি এই কক্ষে কেন? স্বর্গ বা নরক এখনো কি বন্টন হয়নি আপনার!
- সৃষ্টিকর্তা যে এখনো আমার মৃত্যু’র তদন্ত রিপোট হাতে পায়নি! তাই আমার স্বর্গ-নরক এখনো ঝুলে আছে। আপনার কাছে আমার বিশেষ অনুরোধ। আপনি পৃথিবীতে ফিরে গিয়ে আমার তদন্ত রিপোটটি প্রকাশ করার ব্যবস্থা করলে আমার স্বর্গ অথবা নরকে’র একাটা ফয়সলা হয়।
: আমার কাজ ইন্টারভিউ নেওয়া তদন্ত প্রকাশ করা নয়। ধন্যবাদ আসি।


12/03/2015