অনেক দিন পর, তিন বন্ধু মিলে
গেলাম পাহাড় চুড়াই সবুজ সমারোহে।
আঁকাবাঁকা পথে, মেঘে-মেঘে, প্রজাপতির বেশে।।


দেখলাম ঐ দূর পাহাড়ে, ঘোমটা মাথায় বধূর বেশে,
লাল, নীল, সাদা ফুলে, বেনারশি শাড়ী'র সাঝে
হাত বাড়িয়ে কে আমায় ডাকে, আয় পাশে।।


পাখিদের কলরবে, সোমেনের সুরে, মনটাও নাচে;
বাপ্পীর ক্যামরায় প্রিয়তমা পাহাড়টি ও জড়ায়
নানা ছলে বলে কৌশলে।।


পাহাড়ের ধারে ছন-বাঁশের খুটির খোলা বারান্দায়,
স্বচ্ছ চায়ের গ্লাসে নৃত্যরত চামচের ঝংকারে
মারমা দিদিদের কিচিরমিচির সুরে মনটাও চমকায়।।


সময়ের পাড়ে বিদায়ের সুর বাজে বিরহ ব্যাথায়,
পশ্চিম পাড়ে রুপালী কয়েন ছুটে আমাদের সাথে
সাথে, কে যাবে কার আগে নিজ নিজ আঙ্গিনায়।।


25/12/2014