সময় চলছে দ্রুতবেগে
তবে আমার সময় এখনো দাঁড়িয়ে
যেখানে তুমি শেষ বলেছিলে।
তোমার একটি মাত্র কথায়
সময় সেই যে- বরফ জমাট বাঁধল
এখন পঁচে’ও না – এগোয়’ও না।


ভালোবাসা বলে কিছুই নেই
হৃদয় এখন বুকে নেই মুখে।
তুমি যখন হৃদয়টি মুখে এনেছিলে
তোমার চোখে বন্যা’র প্লাবন দ্যাখে
ভেবেছিলাম – মিথ্যে!


আমি কিছুই বলিনি
তুমি বললে যাও- কেউ দেখবে!
আমি প্রতিটি সিঁড়ি’র ধাপ ভেঙ্গেছি- খুব কষ্ট নিয়ে
পিছনে ফিরিনি আমি!
ভেবেছিলাম- সিঁড়ি’র কয়েকটি ধাপ ভাঙ্গতেই
ডাকবে তুমি- সেই নামটি ধরে!


দাঁড়িয়ে আছি এখন সময় বেছে বেছে!
ঐ দিন তোমার চোখে’র প্লাবনে’র
করতে পারিনি - অনুবাদ!
বুঝতে পারিনি মুখে’র হৃদয় আর
বুকে’র হৃদয়ে’র - তফ্যাৎ!
তাইতো এখনো চুমু খেয়ে বেঁচে আছি
থমকে যাওয়া সময়’কে- ভালোবেসে!