আমি আবার তোমার প্রেমে পড়তে চাই
রাখাল বালকের মত
সকাল হলে নিয়ে যাব- খোলা বাগানে
তুমি ঘোরে বেড়াবে ফুলে ফুলে
আমি দূর হতে চেয়ে থাকব তোমায়
পলকবিহীন চোখে!


আমি আবার তোমায় নিয়ে লুকাতে চাই
মধ্য দুপুরে আলো-ছায়া ঢাকা গাছের নিচে
বসে চোখে-চোখে লুকোচুরি খেলা শেষে
যখন সূর্য লুকাবে পশ্চিমে'র কোলে
তখন আমিও লুকাব তোমার কোলে!


আমি আবার তোমার প্রেমে মরতে চাই
একবার মরে আমার স্বাদ মেটেনি
ভয় সব গেছে উবে - তোমার দেওয়া বিরহে!
তাই আবার এস- এই হৃদয়ে!


এবার সব দিব তোমায়- যা চাও
বিরহের ভয়'তো তুমি নিয়েছ কেড়ে
তাই ভয় নেই- তোমাকে হারাবার!