বিধাতা তুমি আর একটি বার - একটি চিঠি দাও
রঙিন খাম ভ’রে- এই বাংলায়।
তুমি লিখ আবার-
দু-চার লাইন - এই যৌবনে’র বাংলায়।


শৈশব বাংলায় যা লিখেছিলে-
সোনালি শস্য- পাখির কলরব – নদি ভ’রা মাছ
ছয় ঋতু’র ছয় রঙে ভ’রা- আঁকাশ
সবুজ পাহাড় – সাগরে’র অতলে প্রাণ
এসব কিছুই লিখতে হবে না তোমার।


বিধাতা তুমি শুধু লিখ আর একটি চিঠি  
রঙিন খাম ভ’রে- যৌবনে’র বাংলায়।
সব স্বর্গে’র- স্বর্গ এই বাংলায় আছে অন্তর্নিহিত
যেন নষ্ট প্রেমে- প্রেমিক রাজনীতি
এই স্বর্গ না হারায়!