: তোমার ঘাড়ে ওগুলো কি ছড়িয়ে-ছিটিয়ে আছে- কালো কালো!
- কই! কোথায়?
: ভয় নেই ওগুলো তোমার দীঘল কালো চুল!
- তাই বল!
: তোমার গালে কালো ওটা কি?
- নাতো, কালো কি থাকবে বল।
: কেন লাল গালে একটি চন্দ্রবিন্দু তিল!
- তুমি না!
: আমি কি! তুমি কি জান, যখন তোমার কালো চুলে’র কয়েকটি ঐ হলুদ রাঙা ঘাড়ে ছড়িয়ে থাকে তখন ঐ রাঙা ঘাড়'টি আরো সুন্দর হয়ে ওঠে!
- আর গালে’র তিলটি!
: বাহ! এতক্ষণ কালো বলতেই- কই নাতো কালো কি থাকবে বলে মুখটা ক্যামন অন্ধকার করে ফেললে।
- যাও বলতে হবে না।
: যখন তুমি রাগ তখন তিলটি দ্যাখে মনে হয় যেন আমি বসে আছি তোমার লাল মুখে “চন্দ্রবিন্দু”!