বুকের চারপাশে দেয়াল তুলেছ-
পাথর দিয়ে!
ভাবছি একটা এয়ারকন্ডিশন লাগাবো
স্বপনগুলো জলছে ভিষন- প্রচুর বেদনায়!
অসয্য!
ভ্যাপসা ধোঁয়া বেরুচ্ছে- চোখে-মুখে!


ঘুড়ি’টি এখনো উড়ছে- বন্দি বুকে
যতটুকু সুতা তুমি দিয়েছ তাকে!
ঘুড়ি এখন ক্লান্ত-
বন্দি বুকে’র চারিপাশ উঁড়ে উঁড়ে!
সুতা কেটে দাও না হয় সুতা দাও!


বুকের চারপাশে দেয়াল তুলেছ -
পাথর দিয়ে!
ভাবছি একটা পাথর ভাঙ্গার মেশিন কিনব
দেয়ালগুলো ভাঙ্গব- চূর্ণ-বিচূর্ণ করে!