যখন তুমি ছিলে- ছিলে বলতে এখনো আছ
শুধু তোমার দেহ'টি সামনে নেই- এ আর কি!
তখন কবিতা ছিল না আমার
এমনকি কবিতা'র - "ক" ও ছিল না।
প্রয়োজনও পড়েনি আমার জানতে - কবিতা
তোমার ঐ চোখে'র ধারালো চাহিনিতে
খুঁজে নিতাম - ছন্দ কবিতা।
তোমার ঠোঁটে'র হাসিতে- তরতর আবৃত্তি হত
আমার - হৃদয়ে'র কবিতা।
তোমার মান-অভিমান রচিত করত- হৃদয়ে
বিরহ - ভালোবাসা'র কবিতা।
এখন তুমি নেই- নেই বলতে এখনো আছ
শুধু তোমার দেহ'টি সামনে নেই- এ আর কি!
এখন
কবিতা আমার তুমি - তুমি আমার কবিতা!