: তুমি আমার কবিতা হবে?
- শুধু তোমার জন্য হলে হব!
: ওকে, তুমি শুধু আমার কবিতা হবে।
- তাহলে সাজিয়ে নাও কবিতা, তোমার যত ভাবনা, স্বপ্ন, ভালোবাসা দিয়ে।
: ওয়াও! তোমার কাছে এতো কবিতার ছন্দ- ঠোঁটে, পঙ্ক্তি- চোখে, রঙ- দেহে, গভিরতা- হৃদয়ে। এতদিন কই ছিলে!
- তোমার কবিতা হব বলে লুকিয়ে ছিলাম।
: তুমিই আমার জীবনের শ্রেষ্ঠ কবিতা।
- একি করলে তুমি!
: কি করেছি!
- কথা ছিল আমি শুধু তোমার কবিতা হব! আর তুমি আমায় প্রকাশ করলে ফেইসবুকে!