জানলা আমার খোলা রাখি
তবু পায় না দেখা রৌদ্রুর
মিষ্টি জলের বৃষ্টি খুঁজি
সেও আজ অভিমানে দূর দূর।।


দুষ্ট হাওয়া থমকে দাঁড়ায়
তোমারী শূন্যতায়
জানলা আমার খোলা রাখি
তোমারী অপেক্ষায়।।


নরম সুখের একটু আঁদর
শুভ্র মেঘের গায়
অভিমানি পর্দা বিদ্রোহ করে
খোলা জানলায়।।


কান পাতা আমার জানলার পানে
সুরের মুছর্নায়
সুরগুলো আটকে থাকে
তোমারী নিরবতায়।।


জানলা আমার খোলা রাখি
তোমারী অপেক্ষায়।।