ধুম করে এসে বললে হয়-
আমি আপনাকে চিনি না
তুমি থেকে আপনিতে আসা কি এত সহজ!
গোলাপে’র বাগান যদি বলে- আমি গোলাপ চিনি না
তাহলে’তো আমাকে অবাক হতে হয়!
নদি’র জল যদি বলে- আমি স্রোত চিনি না
তাহলে’তো আমাকে অবাক হতে হয়!
রাতে’র অন্ধকার যদি বলে- আমি জোছনা চিনি না
তাহলে’তো আমাকে অবাক হতে হয়!
তুমিতো এই একটু আগেও- আমাকে চিনতে
যতটুকু না তোমাকে জানতে।
চিনতে আমার দেওয়া লাল গোলাপটিকে
চিনতে আমার মান-অভিমানকে!
হঠ্যাৎ কি এমন হল- ভুলতে চাও আমাকে
ভুলতে চাও হৃদয়- ভুলতে চাও সুন্দরকে!
থাক না চিনলে আমাকে- আমার হৃদয়’কে
দুঃখ নেই তাতে শুধু বলোনা- ভুলতে তোমাকে!