বাজারটি সবুজে শ্যামল হয়ে বসে আছে
এক একটি পণ্য ছড়াচ্ছে নানান রঙের প্রদর্শনী
আজ তাদের বিক্রি হবার দিন।
যে লোনা জল চুষে চুষে তাদের বেড়ে ওঠা
আজ তা ফিরিয়ে দেবার দিন।
মাটি-শিকড়-রক্তে'র সেতু বন্ধন তুলে
কৃষকে'র মুখে হাসি- হা... হা...হা
তুই কি পারবি ফিরিয়ে দিতে ঋণ!


তোর কিবা দোষ
তুই তো এসেছিলি- সন্তান রূপে কৃষকে'র কোলে
হাসিমাখা মুখে জড়ালি মুক্তা'র মালা কৃষাণী'র গলে।
আড়তদার-সিন্ডিকেট, জোচ্ছুর সে মালা কিনছে
জলে’র বানে- সন্তানে’র হাসি আজ মূল্যহীন।।